মনুষ্যত্বের জলাঞ্জলী
মনুষ্যকূলে জন্ম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব
দয়া মায়া উদারতা মানুষের শ্রেষ্ঠ গুণ
আকৃতিতে মানুষ হলেও স্বভাবে অমানুষ
স্বার্থপর পৃথিবীতে স্বার্থ
নিঃস্বার্থ পরোপকারী বিবেক মনুষ্যত্ববোধ
কে আপন কে পর দয়া মায়ার জলাঞ্জলী।
মুখোশের আড়ালে বহুরূপী যায়না চেনা
লোভ লালসা হিংসা বিদ্বেষে মনুষ্যত্ব বলী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন