বাগদেবীর আরাধনায়



মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথি 
বাগদেবীর আরাধনায়
সকাল সকাল স্নান সেরে মেতে উঠেন সরস্বতীর বন্দনায়
দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ  মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা
সরস্বতী পুজো মানে পবিত্র আনন্দ  মিষ্টি দুষ্টুমির সারাদিন ব্যস্ততা
মায়ের আর্শীবাদে বিদ্যা ,বুদ্ধি জ্ঞানের আলোতে হৃদয় ভরে‌ 
অশিক্ষার অন্ধকারকে দূর করে 
বিদ্যার দেবী আসে মা ঘরে
ফুল বেলপাতা দোয়াত কলম ,শ্লেট 
পেন্সিল,ব‌ই পত্র  সারি সারি
রঙ বেরঙের কাপড়ে ছাত্রছাত্রীরা
 ধুতি পাঞ্জাবী হলুদ রঙের শাড়ি 
ছোট শিশুদের হাতে খড়ি অ আ ক খ লিখে
 প্রথম শিক্ষায় হয় ব্রতী
বর্ষিত হোক মায়ের আর্শীবাদ
 জ্ঞানের অধিষ্ঠাত্রী তুমি মা দেবী সরস্বতী ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ