শীতের আমেজ
সোয়েটার মাফলার মাথায় টুপি কনকনে ঠান্ডায়
কাজের মাসি নেয় ছুটি বাজ পড়ে গিন্নির মাথায়
ঝাটা হাতে সাফ সাফাই শীতের সুখ নেই কপালে
শীতের জলখাবার লুচি আলুর দম হয় না মন্দ খেলে
গিন্নির হয়রানি তাই না দেখে কর্তা এসে কাছে ঘেঁসে
ছাড়ো এইসব রান্না বান্না শীতের আমেজ পার্কে বসে
শীত আসে বছরে একবার শীতের আনন্দে সবাই মাতে
শীতের আড্ডা দেবো জমিয়ে গরম চায়ের কাপ ঠোঁটে
শীতের খাওয়া দাওয়া বনভোজন সবে লাগে ভারী মজা
ঘরে ঘরে পৌষ সংক্রান্তি নলেন গুড়ের পিঠে পুলি ভাজা
দুপুরে সোনালী রোদ হাতে কমলা লেবু স্মৃতিতে মনে পড়ে
বসন্ত প্রতিক্ষায পুরোনো যায় নতুনের আনন্দে জীবন জুড়ে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন