পৌষ পার্বণ
✍️উমা মজুমদার
১৬/১/২৩
শিশির ভেজা ঘাস নতুন ফসলের গন্ধ ঘরে ঘরে
আদর ভালোবাসা দিয়ে আনন্দের সহিত পিঠে গড়ে
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের পালা বদল পৌষ পার্বণ
রীতি নিয়মে পৌষ সংক্রান্তির নিয়মাচার করে পালন
মকর সংক্রান্তির পুণ্যস্নান পূর্ণাথীর ভীড় গঙ্গাসাগরে
পৌষ পার্বণে পিঠে পুলি পাটিসাপটা নতুন খেজুর গুড়ে
দুধ পুলি, চন্দ্র পুলি ,মুগ পুলি কতনা নাম পিঠের বাহার
শীতের মরশমে পিঠের উৎসব দিনে রাতে করে আহার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন