বন্ধু

সর্ম্পকের সুতোয় নয় যে রক্তের বন্ধন
আত্মার আত্মীয়ে বোনা বন্ধুত্বের জীবন ।

সুখে দুঃখে  থাকবে  হাতটি ধরে বন্ধুর
বিশ্বাসে মিলায় বস্তু বন্ধুত্বে জীবন ভর।

টাকা দামী কাপড় চোপড় বন্ধুত্বে মুল্যহীন
জীবন রাঙ্গিয়ে দেয় মনের মত বন্ধু একজন।

স্বার্থ ছাড়া এমন বন্ধু কোথায় খুঁজে পাবে
 সময়ের খোলশে বন্ধুত্বের বদনাম স্বভাবে

সকাল বিকেল বন্ধু ছাড়া কাটতো না একদিন
চেনা অচেনার মাঝেও পাওয়া যায় বন্ধু স্বজন।

আসল নকলের মাঝেও ভালো বন্ধু জীবনে চায়
অনন্তকাল ধরে বন্ধুত্বের সম্পর্ক সুতো গেঁথে রয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ