মনের বাগানবাড়ি
মনের মতো একটি সুন্দর বাগানবাড়ি কোথাও কি,, আছে ???।
নিজের মনেই হল এমন একটি বাগান যেখানে আমরা যা চাই সেটাই ফলাতে পারি তাইনা??,,, খারাপ ভালো মন্দ ,,,, যাহাই হোকনা নিজের ইচ্ছায় রোপণ করতে পারি,,, তবে মন্দ গুলো দূরে রেখে ভালোর বীজ বপন করবো,,।
আমাদের চিন্তাভাবনাগুলিই হলো আমাদের মনের বীজ,,, এবং আমরা সেগুলোকে যেভাবে পরিচর্যা করবো,,,, ঠিক সেইভাবে আমাদের মনের ভিতরে উর্বর হয়ে বেড়ে উঠবে,,,,।
একজন মালী যেমন তার বাগানের যত্ন নেয়,,,, তেমনি আমাদের মনকেও যত্ন নিয়ে ভালো জিনিসগুলো চাষ করাতে হবে,,,,।
মনে ভালো কিছু লাগালে তা আমাদের জীবনে ফুলের মতো সুন্দর হয়ে সুগন্ধ ছড়ায় ,,,, আর খারাপ চিন্তাগুলো আগাছার মতো বেড়ে উঠে পরিবেশটাকে খারাপ করে,,,।
আমাদের এই মনের বাগানের দায়িত্ব আমাদের উপর নির্ভর করে আমরা তাকে কিভাবে সাজাবো,,,।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন