চেনা স্মৃতি শৈশবের পাতায়
চেনা স্মৃতি শৈশবের পাতায় ______
শরৎ আসে শিউলি ফুলের সৌরভ নিয়ে,, কোথাও যেন প্রকৃতির এক চেনা স্পর্শে আমাদের মন প্রাণ ভরে উঠে,,,।
#আমাদের ছোটবেলার বহু স্মৃতি আজও জড়িয়ে আছে,, তার মাঝে,,,,।
শিউলি ফুল দেখলেই পুরোনো হারিয়ে যাওয়া স্মৃতি গুলো এসে ভীড় করে,,,তার মিষ্টি গন্ধ আকাশে বাতাসে পূজোর গন্ধ ছড়িয়ে দেয়,,, নিয়ে আসে আনন্দের বার্তা ,,,।
ভোরবেলা তার ঝরে পড়ায় পৃথিবীতে এত আনন্দ আর কোথাও দেখা যায় কি??? মনে হয় না,,,
চারদিক আলো করে ঝরে পড়া আমাদের মনকে যে কোথায় ভাসিয়ে নিয়ে যায়,, তার আর বলার অপেক্ষা রাখেনা,,।
প্রতিদিনের চেনা ভোরগুলো থেকে বের হয়ে মনের দুয়ার খুলে দিয়ে আমাদের জন্য নিয়ে আসে স্নিগ্ধ শান্তি এক নিঃশব্দ আনন্দ,,,,, শরৎকালের এক উপহার শিউলি ফুল,,,শিউলি ফুলের মিষ্টি গন্ধ ও সতেজতা যখন বাতাসে ছড়ায়, তখন মনে হয় যেন মা দুর্গা মর্ত্যে আসার জন্যে পুরোপুরি তৈরী,,,এর সৌরভ এবং সতেজতা মিলে প্রকৃতির
একদিন সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে আমার চোখে পড়লো এক শিউলি গাছ,,, অদ্ভুত সুন্দর চেনা এক গন্ধের কাছে দাঁড়িয়ে পড়লাম,,,, শিউলি ফুলের গাছ,,,সবুজ পাতার ভীড়ে ছোট ছোট কত ফুল,,,
আমি গাছটাকে ছুঁয়ে দেখলাম,,,কি এক ভালোলাগায় বুঁদ হয়ে কতক্ষন যে দাঁড়িয়ে থাকলাম,, জানিনা,,, বাসায় এসে আবার গল্প করলাম,,,।
শৈশবের স্মৃতিতে আজ ও আছে শিউলির সুঘ্রাণ ,,,, আমাদের বাগানেই ছিলো এক শিউলি ফুলের গাছ ,,,, গাছটার নীচটা ফুলে ফুলে সাদা হয়ে ভরে থাকতো,,,, আশেপাশের সবাই মিলে কত যে শিউলি কুঁড়িয়েছি সাজি ভরে,,,ঠাকুরের জন্য শিউলির মালা গেঁথে ঠাকুর কে পড়াতাম সে স্মৃতি বড় মধুর হয়ে মনে গেঁথে আছে,,,।
শিউলিগুলো আজও চুপচাপ ঝরে পড়ে ,,, অপেক্ষায় থাকে ভালোবেসে সাজি ভর্তি করে কখন তাদের কুঁড়িয়ে নেবো,,,,,।
আধুনিক এই শহরে শিউলি কুড়ানোর সেই দিন হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়,,,, স্মৃতির পাতায় মুঠোভর্তি ফুলের মিষ্টি সুবাস জীবনের অনেক অপ্রাপ্তির মাঝে আজও এক স্বর্গীয় অনুভূতি খুঁজে পাই,,,।
✍️উমা মজুমদার
18/9/25
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন