গোধূলি বেলা শেষে

পশ্চিমা আকাশে গোধূলি বেলা শেষে
 কোপত কোপতির দেখা হলো অবশেষে
নিভৃত একান্তে সারাদিনের ক্লান্তি ভুলে
 দুজনেএক হয়
গোধূলীর ঝরনায় শীতল আবেশে  
ভালোবাসার পরশ পায়
দুলিছে শ্যামল প্রকৃতি সৃষ্টির শীতল আবেশে
 উড়ে যায় নীরবতার মেঘগুলো  মন খারাপের
দেশে
চেনা সূর্য্য মূখ লুকায়  আঁধারকে যায় দিয়ে
দিন রাত্রির অবসান হয় আগামীর স্বপ্ন নিয়ে।



















,







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ