পরকীয়া
ব্যাস্ত জীবনের চাদর মুড়ে পরকীয়া
হয়েছে জীবনের ফ্যাশন
হটাৎ করে মনে ধরে অন্য কাওকে
অন্তরে জ্বলে প্রেমের আগুন
পরকীয়ার কশাঘাতে সংসারে
আজ অশান্তির দাবানল জ্বলে
কে কাকে দেবে দোষ পরকীয়ার
প্রেমে পাগল নারী পুরুষ উভয়ে মিলে
গোছানো সংসার ভেঙ্গে যায়
পরকীয়ার আজ বাজার রমরমা
পরকীয়া প্রেমের ক্ষুধা মেটায়
প্রকৃত ভালোবাসায় পায়না ক্ষমা
কিছু চাওয়া কিছু না পাওয়ার ব্যাথা
ভালোবাসার ফুল ফোটায় পরকীয়ায়
নীরবে খেলে যায় পরকীয়ার খেলা
অবৈধ প্রেমে ভালোবাসা খুঁজে পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন