কবি প্রণাম

হে রবি তোমার জন্ম বার্ষিকীতে 
বাংলার দিকে দিকে
 আজ খুশীর বাঁধন
দেখা দিক বার বার তোমার 
জন্মের এই শুভক্ষণ
আজি হতে শত বর্ষ থেকে 
হৃদয় জুড়ে আছো বাঙালীর
একান্ত আপনার
বাংলার গর্ভ গৃহে লেখা আছে  
তোমার নামটা সোনার 
তুমি আছো আমাদের  দুঃখ বেদনায় 
আনন্দ খুশীতে  স্বপনে জাগরণে
তুমি যে  সবার ইচ্ছের রঙ 
স্বপ্নের প্রজাপতি তুমি আছো 
জীবনধারার বিচিত্র কলতানে
তুমি প্রিয় কবি সবার প্রাণের ঠাকুর 
বিশ্বসাহিত্যের  দরবারে
  দৃঢ তোমার আসন
তুমি গেয়েছো মানবতা ও সাম্যের গান 
তোমার কবিতায় পেয়েছি 
নারীর সন্মান
আজ চারিদিকে এতো কোলাহল 
এত কলোরল অস্থির মনটা 
মুক্তি চায় তোমার কবিতা ও গানে
একের পর এক আঘাত ও অপমান 
তোমাকেও যে কম সহ্য করতে হয়নি 
তোমার   সাহিত্য জীবনে
তবুও সেই আঘাত অপমানের বিষ
 নিজকন্ঠে  ধারন করে 
অমৃত বিলিয়েছো সকলের মাঝে
প্রানের কবি  হৃদয়ে ছবি এই ভাবে 
থাকবে তুমি চিরদিন আমাদের অন্তরের কাছে।

জন্মদিনের শুভক্ষণে তোমার চরনে জানাই আমার শতকোটি প্রণাম।
©️উমা মজুমদার
২৫/৫/২০২০
🙏🙏🙏🙏🙏🙏













মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ