ভয়ঙ্কর সেই রাত


প্রাকৃতিক দুর্যোগ

 ভয়ঙ্কর সেই রাত


কয়েকদিন আগের থেকেই বৃষ্টিটা শুরু হয়ে ছিলো,,,,,কিন্ত সবাই ভেবেছিলো বৃষ্টিটা কমে যাবে  ,,,বৈশাখের বৃষ্টি এতো সহজে কমবার নয় ,,,এদিকে অনিমার বিয়ের দিন এগিয়ে আসছে ১৬ ইএপ্রিল বিয়ে ,,,সবাই চিন্তিত মেয়ের বিয়ে বলে কথা,,,,,,,এক এক করে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে ,,,,,
রীতিমত বিয়ের দিন এগিয়ে এলো তবে অন্যদিনের তুলনায় বিয়ের দিন  তেমন বৃষ্টিটা ছিলোনা বটে কিন্ত বেশ হাওয়া ছিলো,,,, তাই সবাই খুব আনন্দেই ছিলো  সাজগোজ হলো বর আসলো  বিয়ের লগ্নে বিয়েও ঠিকমত হলো সেদিন কোন বৃষ্টিও ছিলোনা,,,,সবাই খুব খুশি,,,,, গরমের থেকে একটু রেহাই পাওয়া গেছে  কিন্ত প্রকৃতির উপর কারো জোর নেই,,,,,,,,পরের দিন সকালবেলা সব নিয়ম অনুষ্ঠান শেষ হলো ,,বিকেল বেলামেয়ে জামাই এবার যাওয়ার পালা ,,,,,
ঘরে সবার কান্নাকাটি শুরু হয়ে গেছে   ,,,,,,,,চারিদিক কালো করে  আবার সেই কালবৈশাখী  ঝড় শুরু হয়ে গেলো ,,,,এদিকে আত্মীয় স্বজন খুব বলাবলি করছে কি করে  মেয়ে জামাইকে বিদায় দিবে,,, মা বাবার তাদের ‌ও মন ভীষণ খারাপ,,,,,,,  চারিদিক যেন ভেঙ্গে পড়ছে সব যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে ,,,,বাইরে বিয়ের প্যান্ডেল ছিলো সব যেন এখনি ভেঙ্গে পড়বে,,,,,,  ,,,অনেক বছর আগে তেমন বিয়ের ভবন  পাওয়া যেতো না বাড়ীতেই বিয়ের ব্যাবস্থা হতো,,,,,  
এইসবের মধ্যে কান্নাকাটি গুলো একটু থেমে গেছে,,,,,কিন্ত ঝড় বৃষ্টিসে তো থামার  নাম নেই যাক অনেক ক্ষন পরে যখন ঝড় বৃষ্টি একটু থামলো তখন মেয়ে জামাইকে র‌ওনা করা হলো ঠাকুর ঠাকুর করে ,,,,,, 
দুদিন পরে অনিমার বৌভাত কিন্ত ঝড়‌ও যেন পণ  করে এসেছিলো  অনিমার বিয়ে বৌভাতে তার নাচন দেখাবে,,,,
ঠিক তাই করেছে,,,,,,,,একেই শহরে বিয়ে হ‌ওয়াতে বৌভাতের দিন অনিমার বাপের বাড়ী থেকে আত্মীয় স্বজন সবাই গেছে,,,,,,,তাদেরকে দেখে অনিমা ভীষন খুশী,,,,,,,,কিন্ত সেই খুশী যে বেশীক্ষণ স্থায়ী হলো না সব নিমন্ত্রিতরা যখন খেতে বসলো তখন আবার সেই কাল বৈশাখী ঝড়  এসে আবার সব লন্ড ভন্ড করে দিয়ে চলে গেলো,,,,নিমন্ত্রিতদের খাওয়ার উপরে সব লাইট ভেঙ্গে পড়লো,,,,,,,সব খাওয়া নষ্ট হয়ে গেলো ,,,,,কিছুই আর বাঁচানোগেলো না বাড়ীর ভিতর কিছু দ‌ই মিষ্টি ছিলো  সেগুলো খেয়েই সবাই গেলো,,,,,,,,, সেই কি ভয়ঙ্কর ঝড়,,,,,,,, সেই ঝড় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায়না সেটা কোন আমফান ছিলো না ঠিকেই কিন্ত আমফান থেকেও কম ছিলো না ,,,,,,,, এখনো যখন মনে পড়ে ভয়ে বুকটা কেঁপে উঠে অনিমার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ