ঋণী

ঋণী....….

আমরা  যে সবাই ঋণী কিন্ত আমরা কেও তা প্রকাশ করতে চাই না,,,,,যদি ছোট হয়ে যাই,,,,, 
মানুষ সমাজ বদ্ধ জীব,,,,,,আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচয় হয়,,,,,, পথ চলতে আমাদের জীবনে নানা সমস্যার সন্মূখীন হোতে হয় ,,,,,,,  অচেনা অজানা মানুষের দ্বারা অনেক সময় উপকৃত হ‌ই কিন্ত সময়ের সাথে সেটা ভুলে যা‌ই তার বাড়ানো  সাহার্য্যের কথা,,,,,,,,,,,,,
সব থেকে ঋণী আমরা আমাদের ইশ্বরের কাছে,,,,,এত সুন্দর পৃথিবীতে আমরা  মানুষ হয়ে জন্মেছি,,,,,,,ইশ্বর আমাদের প্রতি নিয়ত দয়া করিতেছেন,,,,,,,,,,,,, ,,,তথাপি আমরা কোনদিন স্বীকার করি কিনা জানি না,,,,,,,,,আমরা এই ধরণী মার কাছে ঋণী এত সুন্দর গাছপালা ফল ফুল যাদের জন্য আমরা আজ বেঁচে আছি  যে অক্সিজেন ছাড়া আমরা একমিনিট বাঁচতে পারবো না কিন্ত  এই প্রকৃতির উপর আমরা বারবার প্রহার করি,,, ,,,,,,তার ঋণের বোঝা আমাদের সকলের উপর সেটা আমরা কখন মানি না,,,,,,,,,,তার অস্তিত্ব ভুলে যাই,,,,,,,,যার জন্য  আমাদের প্রাণ বেঁচে থাকা,,,,,,,
ছোট থেকে বড় হ‌ই  মা বাবার সাহার্য্য ছাড়া জীবনে এক পা চলতে পারি না ,,,,বড় হ‌ওয়ার সাথে সাথে  মা বাবাকে বলি তোমরা আমাদের জন্য কি করেছো ,,,,,,,মা বাবার ঋণ যে সব থেকে বড় ঋণ,,,,,,,,আমরা কয়জন সেটা মনে রাখার চেষ্টা করি,,,,,,,,,,মানুষের ধ্যান ধারনা চিন্তা চেতনা যত না সন্প্রাসারিত হচ্ছে মানুষ  তত‌ই নিজের শিকড় নিজের  অস্তিত্ব সবকিছুকে ভুলছে,,,,,,,,,  যাদের  জন্য জীবনে আমরা জীবনের সাথে পরিচিত হয় তাদেরকে একসময় ভুলে যায়,,,,,,,
চিরকাল  আমরা অন্যকে দোষ দিয়ে যাই  ,,,  আমরা নিজেদের দোষকে ঢেকে যাই   এটাই বড় দোষ  কারো ভালো আমাদের সহ্য হয়না,,,,,,,,, 
আমাদের মন যেমন হবে তেমনটাই চিন্তা ধারা হবে,,,,,  আমরা যদি অন্যের ভালোকে  দেখতে পারি তাহলে সেটা  শুধু নিজকে নয় অন্যকেও খুশী দিতে পারবো,,,,,,,,
ঋণ স্বীকার করলে কখন‌ই আমরা কারো কাছে ছোট হয়ে যাবো না বরং নিজের মনকে আনন্দ দেয়,,,,,,,,,।।।
©️উমা মজুমদার
১৫/৫/২০২০



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ