মনের ইচ্ছে


ইচ্ছেরা আজ দম বন্ধ  ,মনের ইচ্ছে মনে
ইচ্ছেরা রয়ে যায় ইচ্ছে হয়ে জীবন যাপনে।

ইচ্ছে করে কত না কিছু সব ইচ্ছে কি পূরণ হয়
ইচ্ছে করে সময়টাকে আজ বদলে দিই  মনের 
ইচ্ছে মনে রয়।
ইচ্ছেদেরে‌ও যে ইচ্ছে হয় নিজের মত করে  বাঁচতে
ইচ্ছেদের নেই স্বাধীনতা বেঁধে রাখি তাদের মনের 
ইচ্ছেতে।

উদাসীন ইচ্ছেরা আজ  প্রাণহীন পড়ে আছে হৃদয়ে 
মনের মাঝে উঁকি দেয় ভয় যদি ইচ্ছেরা যায় হারিয়ে।

তাইতো ইচ্ছে করে ইচ্ছে গুলোকে স্বপ্ন দিয়ে মুড়ি
যখন তখন নিজেকে হারিয়ে ইচ্ছের রথে চড়ি।

মনের ইচ্ছেরা হারিয়ে যায় আশা নিরাশার ভীড়ে
তবুও যে পথ চলি‌ আগামীর ইচ্ছেকে সঙ্গী করে।
 



















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ