বেঁচে থাকার লড়াই

জীবনের সাথে জীবনের চলছে লড়াই
লড়াই ছাড়া জীবনের পরিচয় যে নাই
রক্তে মাংসে গড়া  আমাদের মানব শরীর
আজ আছে কাল নেই সুখের এই  নীড়
কখন হাসি কখন কান্না বাঁচার সংগ্রাম
অনিশ্চয়তার জীবন নেই মুল্য নেই দাম
তবুও প্রতিদিন লড়াই চলে জীবনের সাথে
 সুখের থেকে দুঃখের ভাগটাই বেশী  চলার পথে
বেঁচে থাকার লড়াই  কিছু চাওয়া কিছু না পাওয়া
নিজের মত করে জীবনটাকে মানিয়ে নেওয়া
নদীর স্রোতের মত  প্রবাহমান এই  জীবন
চায়না হারতে জীবনের কাছে লড়াই অন্তহীন
জীবনের বাস্তবতা বড়‌ই কঠিন সংগ্রাম বার বারে
জীবন মানে যুদ্ধ বেঁচে থাকা জীবনের তরে
জীবনের খেলাঘরে আমরা যে সবাই  পুতুল 
জয় পরাজয় হার জীত আছে অনেক ভুল
আজ‌ও গোটা বিশ্ব করছে লড়াই  জীবন বাঁচাতে
যতদিন আছে প্রাণ এই দেহে লড়াই চলবে জীবনের সাথে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ