কথার কথা

কথা কখন‌ও সে হয়
এক‌ অমূল্য রত্নের সমান
ইশ্বর দিয়েছেন আমাদের
সৃষ্টির এক অপরূপ দান
কিন্ত সেই কথাকেই  বাদ বিবাদে
তাকেই করি অসম্মান
কথা থাকে কবির  অন্তরে
অনুভূতিতে কবিতার ছন্দে
কিন্ত এই কথাই কখন‌ও  মনকে
করে তিক্ততা কথার দ্বন্দে
সুন্দর কথা  হৃদয়ে স্থান পায়
কিছু অব্যক্ত কথা মনের
গভীরে রয়ে যায়
কথার কথা  সে  যে শুধু
মূখের কথাই  বলে
কখন‌ও কখন‌ও নীরবতাও
চিৎকার করে কথা বলে
কথা দিয়ে কথা সাজায়
সত্যি কথার হয় সর্বদা জয়
কথার উপর কথা বলে
তিলকে তাল করে মিথ্যকে
সত্য  ভেবে পথ চলে
কথা হলো আমাদের
জীবনের সুন্দর ভাবনা
কথাই হলো আমাদের
সুন্দর মনের আয়না
কথা সে যে  আমাদের
জীবনের এক আধার 
বক্তা আর শ্রোতার সম্পর্কের
মাঝে এক সুত্রধার।















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ