চাহিদদার তৃষ্ণা

জীবনে আজ বড্ড হিসেব নিকেশ
চলছে সারাক্ষন শুধু দর কষাকষি
প্রাণ খূলে হাসতেও যেনো মানুষ ভূলে গেছে
চাহিদা আর প্রাপ্তির অংক কষে
যায় মানুষ  দিন রাত্রি
চাহিদা গুলো ক্রমাগত সিঁড়ি
বেয়ে উপরে উঠে যাচ্ছে
এরেই মাঝে  রাত নামে  নূতন সূর্য্য উঠে
চাওয়া পাওয়ার পথ আর শেষ হয়না
এই তৃষ্ণার বুঝি আর শেষ নেই 
চাহিদার তৃষ্ণায় মরীচিকার
পিছনে অনুসরন
আমরা সবাই ছুটে চলেছি
অনন্ত চাহিদাকে সঙ্গী করে
এলোমেলো চাহিদা গুলো বড় নিষ্ঠুর
তৃষ্ণার্ত চাহিদা নির্মম হাওয়ার বেগে
মনকে নিয়ে ছুটে চলে
চাহিদা পূরণের আশায়
চেনা মূখ গুলো অচেনা হয়ে যায়
নিজের অজান্তে
জীবনের সত্তা হারিয়ে ফেলে
একাকিত্ব নিরাশ্রয় হয়ে  যায়
তবুও  চাহিদার তৃষ্ণা মিটে না
সময় চলে যায় চাওয়া পাওয়ার শেষ নেই
চাহিদা চলবে আমাদেরেই জীবনের হাত ধরে। 








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ