ঘরে ফেরার পালা
অঝড়ে ঝরে চলেছো
একবার তাকিয়ে দেখো
জলে ভাসছে শহর গ্রাম,
বন্যার করাল গ্রাসে
ঘর বাড়ী গুলো ভাসছে
হাহাকার আর্তনাদে বানভাসি
মাতাল বন্যা জীবন বিপন্ন
প্রাণ গুলো চাপা পড়ে মাটি ধসে
বারিধারায় সিক্ত এই প্রকৃতি
এর থেকে কেও পায় না মুক্তি
ভেঙ্গে দিয়েছো কি আকাশের বাঁধ
পথ ঘাট যেনো সব মরন ফাঁদ
চলতে ফিরতে যায়না চলা
কোনটা রাস্তা কোনটা নালা
তুমি অপরূপা তুমি বর্ষার রানী
কিন্ত আজ যে তুমি ভয়ঙ্কর প্লাবনি
দিশাহীন মানুষগুলো পাইনা কূল কিনারা
ক্ষধার্ত তৃষ্ণার্ত বস্ত্র হীন হয়ে সর্বহারা
জন জীবন আজ অচল অবস্থায়
সকলে বাড়িয়ে দেয় হাত সহায়তায়
নীলাকাশে নেই মেঘেদের আনাগোনা
সূর্য্যের নেই দেখা হারিয়ে গেছে কি ঠিকানা?
বৃষ্টি এবার তোমার ঘরে ফেরার পালা
আতঙ্কিত মন নিদ্রা নেই চোখে
ভাসিয়ে নেয়ে যাও কখন রাতের বেলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন