রাতের অতিথি
কে তুমি কোথায় চলেছো রাতের অন্ধকারে
বেদনার আকাশ লুকিয়ে ডাকছে আমায় হৃদয়ের ওপারে
আমি এক স্বপ্নচারিণী চলেছি অজানা পথে দিন রাত্রি
অর্ন্তহীন পথে ছুটে চলা এক অক্লান্ত যাত্রী
স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বোঝাই ছুটে চলি স্বপ্নের দুনিয়াতে
দিনশেষে ক্লান্ত শরীরে স্বপ্নের পসরা সাজিয়ে বসে থাকে আমার অপেক্ষাতে
সুখ দুঃখের সাথী পথ চলার সঙ্গী বেঁচে থাকার এক নিঃশ্বাস
স্বপ্ন আসে স্বপ্ন যায় রাতের আঁধারে আমায়
নিয়ে করে বাস
স্বপ্ন ভাঙ্গার কান্নায় কখনও আর্তনাদ শুনি তাদের আঁধার রাতে
ইচ্ছা অনিচ্ছার দৌলায় কখনও ভেসে যাই সমুদ্রের স্রোতে
কখনও চলতে চলতে থমকে যাই স্বপ্নের চোরাবালিতে
স্বপ্নের অতিথি হয়ে প্রাণের স্পন্দন জাগাই হৃদয়তে
নূতন সূর্যদ্বয়ের লাল আবির ছড়িয়ে দেয় নূতন প্রভাতে নীলাকাশে
হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় নিঃসঙ্গ কষ্টগুলো আবার কেঁদে ভাসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন