জীবন যুদ্ধ
গতানুগতিক পথ ধরে হেঁটে চলেছি
জীবনের পদযাত্রায়
সবাই ব্যাস্ত কারো কাছে নেই সময়
পথ চলতে চলতে চেনা মূখ গুলো
কখন যে অচেনা হয়ে যায়
নানা বাধা বিপত্তি মান অভিমান
দুঃখ যন্ত্রনা বোঝায় মনটা
চলছে নীরবতার মিছিলে
শ্বাস নিতে চায় খোলা আকাশে
হৈ হূল্লোর করে সময় কাটাতে
মন চায় পরিবারকে কাছে পেতে
এলোমেলো ভাবনা গুলো
মনে এসে বাসা বাঁধে
জীবনের প্রাচীর ভেঙ্গে মন ছুটে চলে
চলতে চলতে পথে কখনও খুশীর
এক টুকরো মেঘ ভেসে আসে
ভাসিয়ে নিয়ে যায় মনকে
সুখের পরশ বুলিয়ে যায়
ধরে রাখে সময়টাকে হাতের মুঠোতে
জীবন থাকে সময়ের অপেক্ষায়
আবার কবে দেখা হবে তাদের সাথে
ভালো থাকার পথটা নিজেকেই
খুঁজে নিতে হয় বিচিত্র এই জীবনে
জীবনের মানে যে সত্যি বদলে গেছে
হৃদয় কাঁদে সময় কাঁদে
পিছনে ছেড়ে এসেছে অনেটা পথ
না জানে আর কত চলতে হবে
সবাইকে যে থামতে হবে একদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন