আধুনিকতার জয়জয়কার


আধুনিকতার স্বভাবে কেও
ছেঁড়া কাপড় পড়ে
দুঃখ দুর্দশা অসহায়ে কেও অভাবে
ছেঁড়া কাপড় পড়ে
তাদের নেই কোন আধুনিক হ‌ওয়ার স্বপ্ন
দারিদ্রতাই তাদের জীবন যাপন
সভ্যতার নামে  সমাজে দিন দিন 
মানসিকতার হচ্ছে পরিবর্তন
পোশাক আশাকে তারা আধুনিকা
ফ্যাশন নিয়ে চলে
পাশ্চ্যত্যের তকমা নিয়ে
আধুনিকতার পোশাকে
তাকেই ফ্যাশন বলে
কালের স্রোতে ভূলে যায়
নিজেদের সংস্কৃতি
আধুনিক সভ্যতার জয়জয়কার
সংস্কৃতি নেয় নূতন  আকৃতি
দারিদ্রতা যাদের  নিত্য ফ্যাশন
তারাই  একমাত্র জানে ছিন্ন
বস্ত্রের কষ্টটা
ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে চলে
অত্যাধুনিক সমাজটা।





















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ