ধূসর প্রেম


নিস্তদ্ধ রাতে মনের ইচ্ছেরা
ডানা মেলে দিলো
স্বচ্ছ রূপালী ঝরনার
মত চাঁদের আলো
অনুভবে পাশে পেলাম
তোমায় স্নিগ্ধ আলোর ছোঁয়াতে
জ্যোছনা সমুদ্রে  ভেসে গেলাম
তোমার সাথে
রাতের রজনী দিচ্ছে হাতছানি
আঁধার রাতটা কেটে যাবে এখনি
আকুল হৃদয় ভেঙ্গেছে বাঁধ
তোমার মিলনে জেগেছে সাধ
নির্ঘুম তারারা  মুখ লুকোয়
মেঘের আড়ালে
আমোঘ প্রেমে মত্ত  সৃষ্টির মায়াজালে
রাতের কনা ঝরে পড়ে
মাটিতে করছে লুটোপুটি
কারো কাছে রয়ে যাও তুমি
কবির ভাষায় ঝলসানো রুটি
থমকে দাঁড়ায় সূর্য্যের ডাকে
বাস্তবতা আঁকড়ে ধরে জীবনটাকে
শুরু হয় প্রতিদিনের নিত্যজীবন
যান্ত্রিক মানব ব্যস্ততার আবরণ।


















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ