হারিয়ে যেতে মন চায়
সমুদ্র তাকে যে দেখেছি স্পর্শ করেছি বহুবার
তবুও কেন তাকে দেখার লোভ হয় বুঝি না বারবার
সমুদ্র নামেই যে আছে এক সৃষ্টির অপার অনুভূতি
সমুদ্রের সেই উত্থাল পাথাল ঢেউ বিশাল তার আকৃতি
মনে হয় যেন তাকে কাছে টেনে নিয়ে করি আলিঙ্গন
একান্তে
যার টানে বার বার ছুটে যেতে চায় মন নিজের অজান্তে
বিশলতার মাঝে নিজেকে হারিয়ে তাকে জানার চেষ্টা করি
তপ্ত রৌদে বালির পরশ আছড়ে পড়া ঢেউয়ে যেন শুয়ে পড়ি
অন্তহীন ফেনিল নীল জল রাশি একের পর এক ঢেউ আছড়ে
পড়ে তীরে
যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই দুচোখ দিয়ে শুধু দেখি
মন ভরে
যতবারেই গেছি যেন বার বার তাকে নূতন রূপে নূতন ভাবে
দেখে এসেছি
বুঝিয়ে দেয় সবাইকে যতই আসুক সুনামী ঝড় তুফান তবুও
আমি নিরন্তন বয়ে চলেছি।
ই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন