মানবতার গীত

স্বপ্নের আড়ালে জেগে জেগে ঘুমিয়ে থাকে সুখের স্বপ্নে খোঁজে বাঁচার পথটা

আশ্রয়হীন বস্ত্রহীন স্বপ্নগুলো ক্ষত বিক্ষতহয়ে বয়ে চলে জীবন রথটা

কন কনে শীতে কাঁপতে কাঁপতে 
হাড় গুলো  নিস্তব্দ হয়ে যায়
দিনতো কেটে যায় রাতের
প্রহর কাটে সূর্য্যদয়ের অপেক্ষায়
বেঁচে থাকার তাগিদে তারা প্রতি নিয়ত 
যুদ্ধ করে জীবনের সাথে
অনাদরে অবহেলায় গড়াগড়ি খায়
শৈশবটা কাটে   পথ শিশু হয়ে পথে পথে
মানুষ হয়ে  অসহায় মানুষের তরে
সহানুভূতির হাতটা যদি আমাদেরেই ধরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে
মানবতা  আজ থাকবে না মূখ লুকিয়ে 
বাড়িয়ে দিক  সহানুভূতির হাত
সৃষ্টি সুখের উল্লাসে  মানবতা
গেয়ে উঠবে  মানবতার গীত।







































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ