নামের মানুষ


সৃষ্টির স্রষ্টা  ইশ্বর নিজের হাতে মানুষকে  সর্ব গুণ দিয়ে
সৃষ্টি করেছেন
মানুষ মানুষের কল্যানের জন্য  ভালোবাসায় ভরিয়ে দিয়ে
মানুষকে  পৃথিবীতে পাঠিয়েছেন
কিন্ত এখন মাঝে  মাঝে মনে হয় তিনি কেন এই  মানুষ
রূপে বহুরূপীকে  এই পৃথিবীতে পাঠিয়েছেন  যেখানে শুধুই আজ
অনুতাপ
কোথায় আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে শুধুই  ঘৃণা বিদ্বেষ
আর ছড়িয়ে গেছে যত  পাপ
মানুষের শ্রেষ্ট প্রাপ্তি শান্তি আজ এই শান্তিই যেনো  দম বন্ধ হয়ে
পড়ে আছে সমাজের বুকে
আজ এই সমাজ অশান্তির তীব্রতায় বিপর্যস্ত চরম অস্থিরতার
কষাঘাতে  জনজীবন জর্জরিত
মনুষ্যহীনতা সমাজের উপর সর্বত্র বিষ ঢেলে চলেছে প্রেম প্রীতি ভালোবাসা
আজ সব নির্বাসিত
প্রতিনিয়ত‌  আমাদের তাড়া করে ফিরছে ন্যায় অন্যায় সত্য মিথ্যার
সংঘাত
মানব কল্যান ও মহত্বের পরিচর্যা  প্রতারনার শিকার হয়ে  মানুষে
মানুষে  হিংসা বিদ্বেষ কলহে সমাজ আজ কলুষিত
অশান্তির এই দাবানলে অনবরত ঘি ঢেলে চলেছি আর সেই আগুনে জ্বলে
পুড়ে নিজেরাই মরছি
আমরাই যে সমাজের টুটি চেপে ধরে সমাজকে অক্ষম করে রেখেছি
অশান্তির মূলে কে দোষী বা কে দায়ী   সেটা ভাববার অপেক্ষা রাখে না
তবে অশান্তির  মূল চালিকাই হলাম আমরা এই মানুষ শক্তি

যখন সততার বুকে ঘুণ চেপে ধরে সুন্দরের বুকে জমে যায়  কালো মেঘের ছায়া
মানুষ হয়ে মানুষের সর্বনাশের কাজে লিপ্ত হ‌ই তখন  সেই  সমাজে হয়ে যাই আমরা বন্দী।











মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ