এক পশলা বৃষ্টি


গ্রীস্মের কাঠ ফাটা রোদ্দুর ঝলসানো শরীর
সূর্য্যি মামা দাপট দেখিয়ে  বসে আছে দেখা নেই যে
বর্ষার
চারিদিকে  শুধু হাহাকার তীব্র গরমে অতিষ্ঠ জীবন  
মেঘের কোলে সূর্য পড়েছে ঢাকা বর্ষা নামবে এখন
প্রতিক্ষার হলো অবসান এক পশলা বৃষ্টিতে ফিরে পেলো
প্রাণ
তীব্র দহনে অস্থির মানুষ  দুহাত ভরে  জানাই বর্ষাকে
আগমন
গর্জে উঠেছো তুমি হে বর্ষা বুঝিয়েছো নামের সার্থকতা
যত‌ই কাটাই  দিন এসি কুলার ফেনে তুমি ছাড়া নেই সেই
শীতলতা
জীবনে ব্যস্ততা কংক্রীটে আবদ্ধ শহরে  তোমার বিকল্প নেই
রোমান্চিত মনে শুধু চেয়ে দেখি তোমায় ঝরে যাও অঝরেই
বৃষ্টি মানে স্মৃতির জানালায় ভেসে উঠে  ছোট বেলার কথা
এক পশলা বৃষ্টি যেন আনন্দের স্রোতে ভেসে যাওয়া স্নিগ্ধতা
রোদ হাসলেই ভয় জাগে মনে আবার লুকিয়ে যাবে কি মেঘের
আড়ালে?
তোমায় পেয়ে হয়েছে লোভ বার বার যেনো পাই হাতের নাগালে
তোমার স্পর্শে হেসে উঠে ফসলের মাটি কেঁদে বেড়ায়  পথের ধূলিকনা
বালি
এক পশলা বৃষ্টি মানেই খিঁচুড়ি বিকেলের ঝালমুড়ি ইচ্ছে হয়
তোমায় নিয়ে সাথে চলি
তৃষ্ণার্থ  কাক পক্ষি ধন্য হয়ে যায় এক পশলা বৃষ্টির  ছোঁয়া পেয়ে
ভালোবাসায় ভরিয়ে দিয়ে যায় প্রাণ এক পশলা বৃষ্টি দিয়ে।
























 

















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ