বিদায় বেলা


বড় হ‌ওয়ার সাথে সাথে
হারিয়ে ফেলি  জম জমাট ছোটবেলা
ভূলতে বসেছি আনন্দের দিন  গুলো
ফেলে এসেছি জীবনের আধাবেলা
চলতে চলতে জীবনটা  শেষ বেলায়
বয়সটা পোঁছে যাচ্ছে অনেক উর্দ্ধে
ভাবনা চিন্তা  সব ছেড়ে দেবো মন থেকে
আনন্দ সাগরে ভাসবে বয়সটা যখন বৃদ্ধে।








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ