রাঙ্গা মাটির দেশে
যখন বিষন্ন হয়ে যায় মন
শহরের একঘেয়েমি পরিবেশে
তখন মনটা ছুটে চলে যায় গ্রাম ছাড়া
ঐ রাঙ্গা মাটির দেশে
শহরের কোলাহল নিরন্তন ছুটে চলেছে
লক্ষহীন গন্তব্যের পথে
অপ্রীতিকর পরিবেশে বড় হচ্ছে শিশুরা
চলছে প্রোতিযোগিতার সাথে
শহরের এই যান্ত্রিক জীবন
সদায় খোঁজে ফেরে শান্তির হাত ছানি
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মেঠো পথ
হাত ধরে হেঁটে চলা খুঁজে পাই তখন সুখের পরশ খানি
ইট পাথরের দম বন্ধ ফ্ল্যাটে সবেই যেন
চলছে আজ গতানুগতিক জীবন
শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের গন্ধে
গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ ধরে যেন কাটিয়ে আসি কয়টা দিন
সকাল হতেই মাঠে মাঠে ফসলের চাষ
গ্রামের মানুষকে যেন হাতছানি দিয়ে ডাকে
পুকুর পাড়ে আম জাম নারকেল দাঁড়িয়ে আছে সারি সারি
এক অপরূপ সৃষ্টি বিরাজ করে চারিদিকে
ধানের অলি অলি আঁকা বাঁকা পথে হেঁটে চলে যায়
মেঠো পথে সবুজে সবুজে জাগায় প্রাণ
নেই যে তাদের কোন চাহিদা ছোট ছোট মাটির ঘর
সন্ধ্যা হলে জ্বলে কেরোসিনের লন্ঠন।
শহরের চাকচিক্যে সবেই মোরা ভুলতে বসেছি
কোথাও যে আজ নেই স্বস্তিরকোন ছোঁয়া
গ্রামও যে আজ হয়ে যাচ্ছে শহর
ভুলায় না মন মাটির পথ ধরে সেইআসা যাওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন