পরিযায়ী
পরিযায়ী মন...
চলো বসি.আজ যত মান অভিমান নিয়ে এলাম তোমার কাছে
সেও যে চায়না শুনতে .....কোথায় সময় তার এতো আছে....
সময়ের ঘরে নেই প্রয়োজন কোন হিসেব নিকেশের খাতা
আমার সময় এমনিতেই বড় দামী যতসব স্মৃতির ঝরাপাতা .....
কেনো অযথা ঝড় তুলো এইসব নিয়ে ঝেড়ে ফেলো মন থেকে
ঝড় না তুলে উপায় কি? ভেবে ভবে অশ্রুর বন্যা বয়ে যায় চোখে....
যখন ফিরিয়ে দাও তখন তো পুরো সুদে আসলের খাতায়
অপ্রাপ্তির ভাগে সব সময় গরমিল টা রয়ে যায় জীবনের পাতায়....
যখনেই বন্ধু ভেবে করতে যাই ভাব স্মৃতির ঝাঁপি খুলে কথার জাল বুনি
চোরাপথ ধরে হেঁটে চলি ..... রঙিন বাক্সে হারানো সময়কে ফিরিয়ে আনি......
তখনই উল্টে আমার দিকে বড় বড় চোখ বলে... শুধুই স্মৃতির জাবরকাটা
এ অলীক কল্পনা ছাড়া আর কিছুই না ,,মেনে নাও জীবনের আসল রূপটা.....
জীবন এক কাঁটাময় যাত্রা যেতে হবে বহুদূর.... তোমরা সাজাও গল্প কথা কাব্যে
দিবস রজনী পার হয়ে যায় ...সময় সে তো ছুটবে এইভাবে তার নিজ গন্তব্যে....
নিজেকে সামলাও প্রস্তুত করো সকল সময়ের জন্যে ....সময়কে দিওনা দোষ
সময়কে বদলায় মানুষ রঙিন দুনিয়ায় ...আমারও আছে ভিতরে অনেক রোষ....
সময়ের গতিতে নেই কোন পরিবর্তন ........বদলে যাওয়ার নেশায় মন পরিযায়ী
মিছেমিছি মনে কষ্ট কি লাভ পিছন ফিরে দেখার ....এই ভব সংসারে সবে ক্ষনস্থায়ী .....
একদিকে তার অভ্যাস গুলো বড্ড ভালো .... বরাবর একা চলতে ভালোবাসে
কারো কাছে জবাবদিহি হয়না করতে...কোন কিছুতে তার দায় নেই সব শেষে
সব জেনে শুনেও আমরা মানুষ ...বারেবারে মায়ার শেকলটাকে টেনে ধরি
বদলে যাওয়া সময়ের বাঁকে.….. জীবনের চেনা গলিপথটাকে খুঁজে ফিরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন