রাখীর উৎসব


✍️উমা মজুমদার
৩০/৮/২৩
ভাই বোনের ভালোবাসা ও অটুট 
সম্পর্কের উৎসব রাখী বন্ধন
বোন পড়ালো রাখী ভাইয়ের 
হাতে মঙ্গল ধ্বনিতে সেই শুভক্ষণ
বছর ঘুরে এলো পবিত্র
 উৎসব শ্রাবণী পূর্ণিমায়
ভাইবোনের সম্পর্কের 
বন্ধন পবিত্র ভালোবাসায়
বেঁধে দেয় বোনেরা পবিত্র 
সুতো ভাইয়ের হাতে
রক্ষা কবচ হয় ভাইয়ের 
 বোনেদের মঙ্গল কামনাতে
ঘরে ঘরে পালিত উৎসব 
নিয়ে আসে খুশির বাহার
ভালোবাসার এই বন্ধন
 ভাইয়ের শপথ বোনের উপহার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ