পরান পাখি

"

 আমি যদি হোতাম একটি পাখী

ডানা মেলে উড়ে চলে যেতাম নীল আকাশের দিক থেকে
 দিগন্তের পাড়ে
মন যে আজ উড়ে যেতে চায়  সকলের থেকে অনেক দূরে
চিন্তা ভাবনা সব মিটিয়ে দিয়ে উড়ে বেড়াবো মনের সুখে
সবেই  যে মায়ার বাঁধন কি হবে সংসারের খাঁচায়  বন্দী 
থেকে
খোলা আকাশে মনের সুখে করবো বিচরন  উড়ে চলে যাবো ভিন দেশে
থাকবে না কোন পিছু টান  ভেঙ্গে যাবে না কোন স্বপ্ন এক নিমেষে
ক্লান্ত শরীর উড়ে বসবে কোন এক গাছের ডালে পাখীরা পড়ে নেবে মনের ভাষা
স্বপ্নের আকাশে পাখী হয়েই থাকতে চাই  মানুষের মাঝে যে শুধু নিরাশা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ