মায়ের আঁচল

স্নেহ মমতায় মায়ের মত 
পৃথিবীতে হয় কি  কেও আর
 মায়ের কাছে সন্তানের জন্ম
জীবনের পরম উপহার।
 শিশুর আশ্রয় মায়ের কোলে
 এমন নিরাপত্তা আছে কোথায় 
তপ্ত রৌদ বৃষ্টিতে মায়ের আঁচল 
সব কিছু থেকে শিশুকে বাঁচায়।
মায়ের বুক জড়িয়ে শিশু 
খুঁজে পায় শান্তির পরম সুখ
সকল যন্ত্রনা ভুলিয়ে দেয় মায়ের 
দেখলে পরে শিশুর  মুখ।
বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়ায় মা
  সন্তানকে সদা রক্ষার জন্য
  মা ডাকে প্রাণ জুড়ায়
 মাতৃত্বে নারীর জীবন ধন্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ