রুদ্ধ সময়
সময় কথা বলে একটা প্রবাদ আছে ....
কিন্তু মানুষের কার্যকলাপ দেখে সেও আজ
নির্বাক, বাকশক্তি হারিয়ে নীরব দর্শকের ভূমিকা
পালন করছে ,,সময়ের চেয়ে মানুষ শক্তিশালী ।
যে পাঠশালা স্কুল কলেজকে আমরা মন্দির বলে
এতো দিন ভেবে এসেছি ,,সে জ্ঞান মন্দির কি সত্যিই
মন্দির আছে।
যে জ্ঞানের আলো সকল অজ্ঞানের অন্ধকার দূর করতো,,,
সেই শিক্ষা জ্ঞানের আজ কোনো মূল্যে নেই।
আজ যত জ্ঞান মন্দির গভীর অমানিশায় ডুবে আছে,,,
জ্ঞানী গুণী হয়েও নিজস্ব জ্ঞানকে যেখানে সেখানে পদপিষ্ট
করছে।
সেই সময়ের অপেক্ষায় শেষ বিকেলের রবি যেমন ভোরের
নতুন আলো নিয়ে আসে তেমনি ফিরে আসুক সময়ের নতুন অধ্যায়
যেখানে শিক্ষা লজ্জিত হবেনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন