উত্তরের খোঁজে

#উত্তরের_খোঁজে ......
#উমা_মজুমদার,✍️
২৪/৮/২৪..
সকালে ঘর গোছাতে গোছাতে কিছু অগোছালো প্রশ্ন মনের ভিতর উত্তর খুঁজে,,, সবার চিন্তাধারা
কেনো এতো ভিন্ন,,,
অগোছালো ঘর দেখলেই কেমন যেনো একটা বিরক্তি ভাব কাজ করে মনের ভিতর ,,,,অগোছালো ঘরকে 
গুছিয়ে সাজিয়ে নিলেই ঘরটা কেমন বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু সকলের চিন্তাধারা যে এক হয়না  ,,,,কেও কেও আছে অপরিস্কার থাকতে ভালোবাসে
সকলে মিলে ঘরবাড়ি পরিস্কার রাখলে তবেই ঘর মন্দির হয়,,,।
 তার থেকেও বড় একটা পজিটিভ এনার্জি কাজ করে আশেপাশে ,,,সেটা কয়জন বোঝে।

ঘরের সাথে সাথে আমাদের বাগান হোক বা ফুলের টপ সেগুলোতে ও যদি  আগাছা  ঘিরে রাখে তাহলে সেটার সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায় সেটা ভালো লাগেনা দেখতে ,,,তাই ওগুলো পরিস্কার করছি আর ভাবছি,, আমাদের চারিদিকের পরিবেশ টাকেও এমন কিছু জঞ্জালে পরিনত করে রেখেছে.... 
এই আগাছা গুলোকে যদি জড় থেকে কেটে  পরিস্কার না করা হয় তাহলে ঐ আবার ও আগাছা উঠে মাথা চাড়া দেবে,,,আর জঞ্জালে পরিনত করবে,,,,।
কেও জানে না এই জঞ্জাল আদৌ নির্মূল হবে কিনা,,,
সময়েরটা সময়েই করা খুব প্রয়োজন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ