পোস্টগুলি

মার্চ, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সব ভালোবাসার নাম হয় না

ভালোবাসা  দুটি মনের   মিলনের নামেই  নয়কো ভালোবাসা ভালোবাসা যে  দুটি মনের আবেগ অনুভূতির   নানান  স্বপ্ন নিয়ে বাঁচার আশা ভালোবাসার নামে করো না ভালোবাসার অপমান মন থেকে ভালোবেসে  করো ভালোবাসার সন্মান ভালোবাসার হয় নাকো কোন দাম মিছে করো না ভালোবাসার বদনাম প্রেমের খেলায় মেতে উঠে নাম দেয় ভালোবাসাকে স্নিগ্ধ প্রেমের বাতাসে  ভাসিয়ে নিয়ে যায় দুটি মনকে ভালোবাসা আজ হয়েছে অন্ধ দেখে না সকল কিছু রূপ রং  মোহে তে পড়ে ছুটছে ভালোবাসার  পিছু ভালোবাসার নামে চলছে হৃদয়ের  ভাঙ্গা গড়ার খেলা পড়িও না গলায়  ভালোবাসার নামে মিথ্যে ভালোবাসার মালা কত ফুল অকালে ঝড়ে যায় পায় না ঠাঁই দেবতার চরণে কত ভালোবাসার পায় না স্থান হৃদয়ের এক কোনে।

স্বপ্ন নিয়ে খেলা

সাধের এই সংসারে দেয় না যে স্বপ্ন গুলো সঙ্গতি স্বপ্নের সাথে করছে বন্ধুত্ব হবে যে স্বপ্নপূর্তি স্বপ্ন গুলোর চলছে খেলা নিত্য  কানামা‌ছি স্বপ্ন ময় জীবনে ভেসে  যায় জীবন নদ...

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

সময় হলো আমাদের জীবনের সাথে জড়িত।সত্যি কথা সময়ের সাথে চলাটাই  আমাদের জীবনের একমাত্র লক্ষ হ‌ওয়া উচিত। সময়টা ভীষন বলবান জিনিষ।এ জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ হারিয়ে যাবে...

গর্ভধারিণী

শিশু কোলে মাথায় কাঠের বোঝা চলছ এই পথে,,,,, সকল কার্য্য করতে হবে তোমারেই একা হাতে,,,, নারী তোমার কত রূপ তুমি হলে    মাতৃরূপে   করুণাময়ীর ভান্ডার,,,,     তুমি  হলে সকল সন্তানের গর্ভধ...

শ্রদ্ধাঞ্জলী

আজ আবার এলো সেই বিসাদ ও দু‌ঃখ  ভরা সেই দিন,, যে দিনে হারিয়ে ছিলাম তোমাকে বাবা মনে পড়ে প্রতিদিন,,, "বাবা " দুটি অক্ষরের শব্দ ভালোবাসার ডাক তুমি  আজ নেই আমাদের সাথে কেও করে না হাক ...

"খুঁজে বেড়াই সেই চোখ"

খুঁজে বেড়াই সেই চোখ" আজ চোখ দুটো বড় ক্লান্ত দিশেহারা শুধু খুঁজে বেড়ায়  রাতের অন্ধকারে যে চোখ  নানান স্বপ্ন নিয়ে বাঁচে সে  চোখ  যে চোখে  দেখেছিলো একদিন আকাশ সমান ভালোবাস...

সবার মাঝে সুখ

"সবার মাঝে সুখ" জন্মিলে মরিতে হবে এই কথাটি সবাই জানে তবুও সবাই বেঁচে থাকে এই মায়ার বাঁধনে এই যে বাঁধন যায় না খুলে সে যে বাঁধা পড়েছে মায়ার জ্বালে আছে যন্ত্রনা আছে অবহেলা না জানে আরো কত কিছু চলছে যে নিত্যদিন সংসারের এই খেলা দিন নেই রাত নেই সবাই খুঁজে সুখ সুখ সুখ করে ছুটছে সবাই ভূলছে আপন জনের মূখ সুখ বলে যে নেই কিছু বাঁধা পড়েছে খাঁচার ভিতরে সুখ সুখ করে কেঁদো না আর সে যে বাস করে সবার মাঝারে।

এবার আবার সে দিন

বসন্তের আগমনে আর কোকিলের কুহুতানে,,, ফাগুনের হাওয়া দৌলা দেয় যে মনে,,,, মন বলে এসেছে আবার  হলো শুরু ফাগুনের মেলা,,,, গাছে গাছে ফুটেছে পলাশ আর শিমুল ফুল,,, তাই তো বলি আইরে সবাই খেলবো ...

ইচ্ছে ডানা

ছবি
খুব ইচ্ছে হয়  জ্যোৎস্না রাতে তোমায়  ছুঁতে,,,, মনে যে আজ বড় ইচ্ছে  তোমায়  কাছে পেতে,,,, কত কথা জমে আছে বলবো তোমায় মন খুলে,,, সেই রাতের হবো সাথী তুমি আমি দুজনে মিলে,,,,,, তোমার স্নিগ্ধ আলোতে  ভাসিয়ে দেবো ,,, পাহাড় সমান দুঃখ গুলোকে,,, খোলা আকাশে উড়ে   বেড়াবো ,,, তোমাকে নিয়ে মনের সুখে,,,। সুখ দুঃখের হবো সাথী তুমি আমি, এইরাতে,,, রাত শেষ হলেই  তুমি  আবার মিশে যাবে দিনের আলোতে,,,,।

দিনের আলো

সকালের প্রথম মিষ্টি আলো তোমায় দেখে হয়ে  যায় মনটা ভালো দূর  বহূদূর আছো নীল আকাশের মাঝে তোমার আলোয় আলোকিত জগত সাঁঝে      তোমার প্রথম আলোয় শুরু হয় সবার পথচলা মেঘের আড়ালে  ...

পৃথিবীর সব থেকে শ্রেষ্ট বন্ধন

মা যে আমার ভারী  মিষ্টি সময়ের কূলে সে এখন  ঝাপসা দৃষ্টি এক সময় খেলে ছিলাম কত তোমার কোলে সময় বড়‌ই নিষ্ঠুর কালের স্রোতে যায় ভূলে তুমি যে আমার "মা" তুমি   থাকো হৃদয় জুড়ে তোমার ...