অনুগল্প... দুই ভাই.... এমনিতে তেমন কোন দুষ্টমী করেনা,,, কিন্তু মাথায় যদি ফন্দি আসে তখন কার না ভালো লাগে দুষ্টমী করতে। দুই ভাই খুব বাধ্য ছেলে ,পিঠেপিঠি নাহলেও বয়সে তেমন পার্থক্য নেই ,, মায়ের কথা শোনে চলে। মা খুব একটা বাইরে বেরোতে দেয়না। মায়ের চিন্তা কে জানে যদি খেলতে গিয়ে দুষ্টমী করে ব্যাথা পায়। মায়েদের এই একটা চিন্তা রোগ কাজ করে বাচ্চাদের নিয়ে। খেলতে গিয়ে ব্যাথা পাবে বাচ্চারা সেটা আর নতুন কথা কি , মায়েদের তা চলবে না। বেচারা বাচ্চারা মায়েদের কড়া শাসনে পড়ে পড়ে ছোটবেলাটা অনেকের নষ্ট হয়ে যায়। মায়েরা বড় হয়ে যায় তাই বুঝতে পারেনা ছোটবেলাটা যে আর ঘুরে আসেনা। স্কুল থেকে এসেই দুপুরে নিজেদের মতো হোম ওয়ার্ক গুলো সেরে একটুআধটু টিভি দেখে আবার সন্ধ্যায় পড়তে বসা,, কাহাতক আর ভালো লাগে একঘেয়েমি কাটাতে । ছোটো ভাই যেহেতু অনেকটা ছোটো ছিলো বড়দাদা তার থেকে পাঁচ ছ বছরের বড় থাকায় মাঝে মাঝে ছোটো ভাইকে নিয়ে ছুটির দিনে মায়ের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তো খেলতে একঘন্টা খেলাধূলা করে এসে যেতো বাড়িতে। একদিন দুপুর বেলা ছুটির...