লকডাউন

দিন রাত কাটছেএই ভেবে 
আগামী দিনটার কি হবে।

বাইরে  ঘুরছে অজানা শত্রু
লকডাউন বুঝিয়ে দিলো ঘরটাই
 পরম মিত্র।

মানুষকে করলেন গৃহবন্দী কোয়ারেনটাইন্ড
মারন ভাইরাসে  জীবন আজ অবরুদ্ধ।

সোশ্যাল ডিস্টানসিং, Quarantine, লক ডাউন 
অজানা শব্দের ধ্বনিতে তছনছ মানব জীবন।

 ভুলে গেছি  চেনা পথ চেনা শহর 
লড়াই চলছে ,মানুষের সাথে জীবানুর।

সকলে আমরা সকলের তরে
লকডাউন মানতে বন্দী ঘরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ