নববধূ
নব বধূ সাজে নতুন স্বপ্ন সাজিয়ে
বৌ এলো আপন ঘরে পা রাঙিয়ে
ভুল ভ্রান্তিতে ভরা জীবন আজ থেকে
তবুও চলতে হবে জানতে হবে সবাইকে
স্নেহের বাঁধন ছেড়ে এলে বাবার বাড়ী
ভালোবেসে রাখবে তুমি শশুরবাড়ী
পরকে আপন করে ভালোবাসা দিও
দুঃখ কষ্ট আসুক যত মানিয়ে নিও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন