শ্রাবণী পূর্ণিমা

ফুলে ফুলে সেজেছে কদমতলা 
সখীরা সব নৃত্য করে
 প্রেমের জোয়ার এলো বৃন্দাবনে 
কৃষ্ণের বাশীঁর সুরে

তমাল তরু শাখে শ্রাবনের 
ঝুলা ঝুলে
কৃষ্ণ সনে রাধা রানী প্রেমের 
দোলায় দোলে

কৃষ্ণ প্রেমে রাই পাগল ,
এই মধুমাসে  মধুমিলনে
একেই অঙ্গে দুটো প্রাণ 
মিলিছে আজ যুগল মিলনে

ললিতা বিশাখা দোলা দেয় 
রাধা কৃষ্ণের দোলায়
আকাশ ভরা  চাঁদ জ্বল জ্বল করে 
শ্রাবনী পূর্ণিমায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ