স্বাধীন ভারত

স্বাধীন ভারত

স্বাধীন ভারতের আমরা নাগরিক এটা শুনতে যেমন ভালো লাগে  বলতে‌ও তেমন ভালো লাগে ,,,স্বাধীন আমার জন্মভূমি আমার স্বদেশ,,,,,, যাদের জন্য আমরা স্বাধীনতার মূখ দেখেছি  তাদের কথা কি করে ভুলি,,,,,,,লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করেছেন ,,,,,,,বিপ্লবী মহাপরুষরা হাসতে হাসতে ফাঁসীর দড়িকে চুম্বন করেছেন,,,,,,হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসী,দীপান্তর, কালাপানির অবর্নণীয় নির্যাতন আর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা,,,,,,,,,আজকে আমরা যে ভারতবর্ষকে দেখছি তার থেকে মনে হয় পরাধীন হয়ে থাকা ভালো ছিলো নয় কি???,,,,,,,,,খুব কষ্ট হয় যখন  দেখি আমরা একেই দেশের ভারত মায়ের সন্তান হয়ে   যখন নিজের দেশকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগে,,,,,,
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কি  বলতে পারি সত্যি আমরা স্বাধীন,,,,,,,,,নাকি  স্বাধীনতা দিবসের দিন  কিছু হোয়াটস অ্যাপ বা ফেসবুকে কিছু পোষ্ট দিয়ে আমরা বলি আমরা স্বাধীন আমরা স্বাধীন ভারতের নাগরিক,,,,,,,শুধু বৃটিশ শাসকদের হাত থেকে মুক্তি লাভ করাই শুধু স্বাধীনতা হোতে পারে না ,,,,,,,  যেসব শহীদের আমরা শ্রদ্ধাঞ্জলী দিচ্ছি  যাঁদের  রক্ত লেখা হয়েছিলো ভারতের স্বাধীনতার নাম,,,,,, তা‌দের আত্ম বলিদানের কথা আমরা সবাই ভুলে গেছি,,,,,,,,,
আমরা তো এমন স্বাধীন ভারতবর্ষ  দেখতে চায়নি যেখানে নারীর কোন  সুরক্ষা নেই ,,,,,,,,এখন‌ও নারীকে লড়াই করতে হয় তার স্বাধীনতার জন্য,,,,  দুর্নীতি প্রতিনিয়ত বেড়ে চলেছে,,,, ,,,, ব্যাক্তি স্বাধীনতার  লড়াই,,,,,বাক স্বাধীনতার লড়াই একে অপরের ধর্মকে অপমান করছে কোথাও শান্তি আছে কি??????তা দেখে মনে হয় না,,,,,,,মানুষেরা নিজেদের মধ্যে লড়াই করছে  মনুষ্যত্ব মানবিকতা সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করছে,,,,,,,,,এগুলো দেখে  মনে হয়না আমরা স্বাধীন ভারতে বাস করছি,,,,,,,,,,
তথাপি এটা বলতে ভালো লাগে যে আমাদের দেশ যেকোন শক্তিশালী দেশের সাথে মোকাবলা করার শক্তি রাখে,,,,,,,,,,,খেলাধূলা দিকদিয়ে হোক বা প্রযুক্তি বিজ্ঞানের দিক দিয়ে  অনেক এগিয়ে গেছে,,,,,,,,, 
কিন্তু আমাদের এটাও ভুললে চলবে না যে স্বাধীনতা এমনিতেই এসে যায়নি ,,,,,,,,,,ত্রিবর্ণরঞ্জিত পতাকার মান রাখতে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে,,,,,, সবার মিলিত প্রচেষ্টায় দেশের সমষ্যার সমাধান করতে হবে,,,,,,,
আমাদের সকলের দায়িত্ব এই দেশকে শ্রেষ্ঠ করে তোলা,,,,,,,,আমাদের ভারত‌ আমাদের মাতৃভূমি,,,,,,,শ্রেষ্ঠ ভারত স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের নিরন্তর চেষ্টাকরে যেতে হবে,,,,,,
সবশেষে অন্তর থেকে শ্রদ্ধাঞ্জলী ও শতকোটি প্রনাম জানাই তাঁদেরকে যাদের জন্যে আমরা আজ  স্বাধীনতা দিবস পালন করছি ,,,,অসংখ্য মানুষের বলিদানের ফলে আমরা আজ এই দিনটা দেখতে পেয়েছি,,,,,জয় হোক মানবতার জয় হোক ভারতবর্ষের।
উমা মজুমদার
১৬/৮/২০২০

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ