২২শে শ্রাবন🙏🙏🙏

, আজ ২২শে শ্রাবণ,,,,কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি🙏🙏🙏🙏🙏💐💐💐💐

আজ ২২শেশ্রাবণ,,,,,,,,,বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কবিগুরু
 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস,,,,
 এমনই এক বর্ষার দিনে তাঁর বিদায় যাত্রা হয়েছিল,,,,,,
বর্ষণ মুখরিতরাতে স্তব্ধ হয়েছিল তাঁর দিন রাত্রির কাব্য রচনা,,,,,
বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,,,,,,,
 ১৩৪৮ সালের এই দিনেই তাঁর প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবনপ্রদীপ
বর্ষাই ছিল কবির সবচেয়ে প্রিয় ঋতু,,,,,,,,,,,
বাঙালির প্রাণের এ কবি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা ও কাজের মধ্যে 
আজো বেঁচে আছেন তিনি প্রেরণা দাতা হয়ে.........
কে বলে তুমি নেই,,,,,
তুমি আছ আমাদের  আত্মার ভিতরে,,,,,,
আমাদের  প্রতিটি স্বত্ত্বায়,,,,
আজো তোমার বিচরণ,,,,
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় লিখেছিলেন ‘মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়,,,,,,,সে প্রাণ 
অমৃতলোকে,,,,মৃত্যুকে করে জয়,,,,,,
বাস্তবেও সৃষ্টির মধ্য দিয়ে অনুকরণীয় কর্মের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করেছেন তিনি,,,,,,,
 তাই তো সতত তিনি রয়েছেন বাঙালির মণিকোঠায়,,,,,,,,
তিনি এ ধরণী থেকে বিদায় নিলেও রয়ে গেছেন আমাদের জীবনের অনুষঙ্গে, ,,,,,,,
রয়েছেন বাঙালির হাসি কান্নায়,,,,,,
বাঙালী জীবনের সব আবেগ আর অনুভুতির ভাষা উপহার দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর,,,,,,
বাংলা সাহিত্যের চির অম্লান এই কবি অনন্ত জীবন তার কবিতা , গান ও উপন্যাসে তুলে ধরেছেন মানুষের 
জীবনের সংকট ও সমাধানের কথা,,,,
তাইতো শত বছরে পেরিয়েও অসামান্য সৃষ্টিকর্মে বাঙালি জীবনে জড়িয়ে আছেন রবি ঠাকুর,,,,,,,।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ