কবি স্মরণে

নূতন সূর্য নূতন প্রাণ নব দিগন্তের নব প্রভাতে
আবার পেয়েছি  তোমায় নূতন করে এই মাটিতে
বিশ্বের কবি বাংলার রবি সার্থক এই ধরাভূমি
তোমায় পেয়ে আজ ধন্য মোরা চরণে তোমায়
বার বার নমি
পঁচিশে বৈশাখ রবির কিরণে  বেজে  উঠলো
শঙ্খের  মহাধ্বনি
আকাশ বাতাস মুখরিত সঙ্গীতে শোনা যায়
যেন তোমার পদধ্বনি
সময় বদলায় যুগ বদলায় সংস্কৃতির হয়েছে
পরিবর্তন
বাংলা ও বাঙ্গালীর  বুকের মাঝে সদা থাকবে
তুমি চিরন্তন
যদি তোর ডাক শুনে কেও না আসে তবে পথটা
খুঁজে নিই তোমার গানে
আলোকের ঝর্ণাধারায় ধুঁয়ে যাক আছে  যত
দুঃখ কষ্ট  মনে
দুঃখ দৈন্য হিংসা বিদ্বেসে ভরে আছে  আজ এই  দেশ
আবার বাজবে একেই সুর যে সুরে ছিলো মানোবিকতার
সন্দেশ
মনে প্রাণে আজো আছো তুমি  প্রেমে আর বাংলার
গানে গানে
পঁচিশে বৈশাখের এই শুভ ক্ষনে প্রণাম জানাই তোমার
  চরণে।


  



















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ