অতীতের পাতায়


নিশিথ রাতের আঁধার গুলি প্রহর গুনছে টিক টিক করে
দিন আসে দিন যায় সময় বহে যায় অতীত পড়ে থাকে স্মৃতির মিনারে
ভার সাম্য দিন গুলি কালে কালে লিখে যায় সময়ের ছেঁড়া কাহিনী
গহন রাতে আবার জ্বেলে দেয় হৃদয়ে স্মৃতির প্রদীপ খানি
সময়ের যান্ত্রিক পথে হাত ধরে হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তর এক অবিরাম গতিতে
হারিয়ে খুঁজি নূতন করে মনে পড়ে যায় কত কথা স্মৃতির পাতাতে
কোথায় যে হারিয়ে গেলো সেই দিন যার অপেক্ষায় থাকতেম বসে
আবেগ অনুভূতিতে পাতায় পাতায় শব্দের ছক ছিলো যেনো মনের পাশে
কোথায় সেই হলুদ খাম শেষ কবে করেছি স্পর্শ তাও কি আর আছে মনে
জানি তুমি আর আসবেনা কখনও তোমার যে আজ নেই প্রয়োজন কারো জীবনে
আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছু নিয়ে চলে গেছো নিজের সাথে
প্রযুক্তির আর্শীবাদ জীবনের অভিশাপ ফোনটা যে এসেছে সকলের হাতে
আন্তরিকতার ছোঁয়ায় ছিলো একদিন স্মৃতি আঁকে জলছবি ফেলে আসা অতীতটা
জীবন চলে সময়ের সাথে পাল্লা দিয়ে ভাসিয়ে দিয়ে সুখের ভেলাটা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ