আমাদের মাঝে রবীন্দ্রনাথ সব কিছুতে কবিকে সামনে পাই,,,

রবীন্দ্রনাথ যেন আমার খুব কাছের একজন মানুষ বলেই মনে হয়,,,, আমাদের প্রতিটা বাঙ্গালীর  মনেই হয়তো সেই অনুভূতিটা আছে,,,,,,,,রবীন্দ্রনাথের প্রত্যেক কবিতা  গল্প সব কিছুই যেন আমাদের জীবনের অনুপ্রেরণা,,,,,
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে এক বট গাছের  মত,,,,,যাঁর দর্শনের ছায়া মেলে ধরেছে তাঁর উপন্যাস গান কবিতাগুলি,,, আর সেই সাহিত্যই জীবনের বিভিন্ন পদক্ষেপে  আমাদের উজ্জিবীত করে চলেছে,,,,
একটা সুখ হোক বা দুঃখ  অবসাদ হোক প্রেম বা বিরহ সমস্ত ক্ষেত্রে জীবনী শক্তিতে প্রেরণা দেয় তাঁর লেখা,,,,,শুধুমাত্র একটি বিশেষ দিন নয় বাঙালি রবীন্দ্রনাথকে রোজ উদযাপন করে  তাঁর লেখা কিছু বিশেষ লাইন সব সময়  যেন আমাদের   জীবনের সাথে মিলে যায়,,,,"যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে" অহংকারের বশে মানুষ সত্যি একদিন মাটিতেই মিশে যেতে হয়,,,,,,,, রবীন্দ্রনাথ মানব জীবনে এমন কোন ভাব  নেই এমন কোন ক্ষেত্রনেই বা এমন কোন চিন্তা নেই যেখানে তিনি বিচরণ করেননি,,,,,
: তিনি মনে মনে দুঃখকেই যেন বেশি প্রাধান্য দিয়েছেন কারণ  সংসারে যদি সুখের পরিমাণ বেশী থাকে তাহা হইলে মীমাংসার কোন সমস্যা থাকেনা জমা অপেক্ষা খরচ বেশী হইলে হিসাব  মেলে না,,,,,,,জগতের জমাখরচে যদি দুঃখটাই বেশি হয়ে পড়ে তবে জগৎটার হিসাব নিকাশ হয় না,,,,আমাদের  আনন্দ বিসাদ আমরা ঠিক ভালো করে বলতে পারি না,,,,,, জীবনের কখন‌ও আনন্দের সময় বা দুঃখের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা নিয়ে বসি তখন মনে হয় যেন
আমার মনের কথাটি যেন কেমন করে বুজে ফেলেছেন,,,,,,কেমন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমারেই মনের একান্ত অনুভূতি.,,,,,
শুধু ব্যাক্তি জীবনের সুখ দুঃখের কথা নয় জগতসংসারের   চিরন্তন সত্য যে যা আমরা  কম বুঝি  কবি সেগুলোকে স্পষ্ট করে  বুঝিয়ে দিয়েছেন,,,,,,বিচ্ছেদ তেমনেই একটা চিরন্তন ,,,,প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ আনে এক কোঠর আঘাত,,,,,,, কোন গভীর বেদনার আঘাতে মন যখন ছিন্নভিন্ন তখন    কবি কখন‌ও দুঃখ শোকে চুর্ণ বিচুর্ণ হয়ে যেতে দেন না,,,,,,, দুঃখ থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন ভাগ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার শক্তিও আমরা কবির কাছে পাই,,,,,,,,,জীবনের চারিপাশে যখন মানুষের নানারকম কাজ কর্ম  মনকে ক্ষতবিক্ষত করে তখন আমরা  কবির শরনাপন্ন হয়,,,, কবিগুরুর গান কবিতা উপন্যাস   এই সবের মধ্যে দিয়েই আমাদের পথ চলা,,,
আমাদের প্রাণের সখা,,,,,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অশেষ শ্রদ্ধাঞ্জলি।
                               নমস্কার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ