মা
আজ শুভ মাতৃ দিবসে পৃথিবীর সকল মা'য়ের প্রতি আমার শতকোটি প্রণাম ও গভীর শ্রদ্ধাঞ্জলী জানাই,,,,
আমার লেখা একটা ছোট কবিতা সকল মা'য়ের জন্য,,,,
মা
"মা " জীবনে সব কিছুর বিনিময়ে
যাকে যায়না পাওয়া
মা হলো সেই বৃক্ষ যার ছায়া তলে বসে
নিরাপত্তার আশ্রয়ে স্বাস নেওয়া
সোহাগ ভরা মায়ের পরশ মায়ের স্নেহ
ভূলতে কি পারো কেও
নিস্বার্থ মমতা ভালোবাসা সবেই তো দেয়
উজার করে তার হিসাব কি নাও?
তিল তিল করে বড় করে মা
সকল দুঃখেও ছাড়ে না হাত একলা পথে
মায়ের আর্শীবাদে কেটে যায় সকল
আপদ বিপদ সন্তানের মঙ্গল কামনাতে
মায়ের কাছে সন্তানেই হলো তার পৃথিবী
সন্তানের চেয়ে বড় আর কিছুই নেই
মায়ের ঋণ যায় না শোধ করা
আছে পরম সুখ মায়ের কোলেই
তবুও আজ ভিজে থাকে মায়ের চোখ
না জানে কত বিনিদ্র রজনী কেটে যায় বৃদ্ধাশ্রমে
তবুও ভালোবাসার একটু ছোঁয়ায় বুক ভরে যায় মা'য়ের
মাকে ভালোবেসে করছে পালন মাতৃ দিবস মহা ধূম ধামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন