ওরাও মানুষ
সুখের চাদর গায়ে দিয়ে স্বপ্ন দেখে যখন সবাই নরম বিছানায়
তখন তারা বেরিয়ে পড়ে ভোরের আলো তাদের পথ দেখায়
তারাও তো মানুষ কেন সুখের স্বপ্ন নেই ওদের চোখে
উদয় আর অস্ত এই দুটোই যে তাদের জীবনে পথ দেখে
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাঠে তারা সোনার ফসল ফলায়
সবার মূখে যারা অন্ন যোগায় র্দুভাগ্যই তাদের পথ দেখায়
দেশের অভাব মেটায় যারা কৃষক বলেই তাদের জানি
অভাব অনটনে জীবন কাটায় না জানে আর কত আত্ম কাহিনী
করি কি তাদের একবারও মনে চুমুক দি যখন সকালের চায়ে
চায়ের বাগানে করছে তারা দিন মুজুরি কেও ভাবে না তাদের নিয়ে
তিল তিল করে নিজেকে শেষ করে অন্যের স্বপ্নকে পোঁছায় উচ্চ শিখরে
আকাশ ছোঁয়া ঘর বাড়ী কল কারখানা প্রতিষ্ঠান সবেতেই লেখা আছে
শ্রমিকের নাম সোনার অক্ষরে
শ্রমিক আর মালিক নেই যে কোন ভেদা ভেদা তারাও হয় মানুষ
শ্রমিকরা নয় যে অবহেলিত তাদের উদ্দেশ্য আজ পালন হয় মে দিবস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন