সময়ের সংস্করণ
সময়ের হাত ধরে জীবন বদলে যায়, আধুনিকতার স্ট্যাম্প লাগিয়ে ঘুরে
পুরোনো বাড়ি ঘর ছেড়ে স্বপ্ন দেখে বহুতলের,
শৈশব হারিয়ে যায় সময়ের অন্ধকারে ।
রঙিন জীবন প্রযুক্তির ছোঁয়ায়, শাখাপ্রশাখা বিস্তার করে আধুনিক চিন্তাভাবনা চারদেয়ালে বন্দী
সময়ের আধুনিকতায় মানসিকতার কতনা পরিবর্তন ছিলো না ধনের প্রাচুর্য ছিলো মানসিকতায় আত্মিক ও আধ্যাত্মিকতা র শ্রেষ্ঠত্বের আসন ছিলো মানুষের প্রতি মানুষের হৃদ্যতা সহানুভূতি ছিলো ভালোবাসা সীমাহীন।
ছিলো মানুষের মধ্যে মানবতাবোধ শ্রদ্ধা স্নেহ ও বিবেকের প্রাণ শক্তি জাগ্রত
আজকের আধুনিকতা নিরস নিষ্প্রাণ চাকচিক্য আধুনিকতার নেশায় সকলে মত্ত।
বিবেক বোধহীন চিন্তা চেতনায় গ্রাস করেছে আজকের আধুনিকতা
কালের স্রোতে ভুলে যায় নিজেদের সংস্কৃতি অত্যাধুনিক রুচি বোধের জয়জয়কার হয় সভ্যতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন