বিকেলের রঙ

জীবন বদলে যায় সময়ের হাত ধরে,,,,কত উপলদ্ধি,, অনুভূতি এই জীবনের সাথে,,।

দিনশেষে বিকেলটা যেন বুঝতে শেখায় অপেক্ষা,,,  জীবন ও সময়ের গভীর উপলব্ধির এক অনুভূতি,,,,, যেখানে দিনের শেষ বিকেলের মতো জীবনেও এক ধরনের অপেক্ষা বা প্রতীক্ষার ধারণা চলে আসে জীবনে,,,,, একটা আরও অপেক্ষা একটি নতুন দিনের জন্য,,,এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে,,,,।

 জীবনের এক পর্যায়ে পৌঁছে মানুষ বুঝতে পারে যে জীবন আসলে একটি ধারাবাহিক অপেক্ষা,,,,একটি আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সাথে সাথেই অন্য একটি অপেক্ষার দিন শুরু হয়,,,,। 

 যখন কোনো আশা পূরণ হয় না,,,,, তখন এক ধরনের ক্লান্তি নেমে আসে এবং মানুষ অপেক্ষার অর্থকে আরও গভীরভাবে বুঝতে পারে জীবনে,,,,।


 বয়স বাড়ার সাথে সাথে মানুষ জীবনের ফুরিয়ে আসা সময়ের ব্যাপারেও সচেতন হয় নিজেদের মতো,,,,,  বুঝতে পারে যে সময় দ্রুত বয়ে যাচ্ছে ,,,। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে