ভালো থাকার মন্ত্র
নীরবে মুখ বুজে সয়ে যাও সব সকলের প্রিয় হয়ে থাকবে সেখানে ভালোটা বলতে গেলেই মন্দটা জোটে ভালোটা বোঝে আর কই জনে। কানে তালা মুখে তালা সহজে দিয়ে থাকা যায় ভালো সকলের কাছে পড়ে নেয় যদি কালো চশমা তবে মন্দ হয়না অভিনয়টা অন্ধ সাজে । দিনকাল সব যত পাল্টে গেছে বলতে গেলেই ফোঁস করে উঠে অন্যায়ের প্রতিবাদ যদি যায় করতে প্রাণটা চলে যায় বেঘোরে পথে ঘাটে । ভালো মন্দের বিচার করবে কে শ্রোতা হয়ে নীরব দর্শকের আসনে ভালো লাগা মন্দ লাগা এখন অচল বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে যেখানে।