পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনিশ্চয়তার যাত্রা

অনিশ্চয়তার যাত্রা _____ প্রতিশ্রুতি কিছু ভালোলাগার  মুহুর্ত সাথে অনিশ্চিত ভবিষ্যৎ   ভবিষ্যতের পরিকল্পনা করতে  জীবন অনেকাংশেই অনিশ্চিত জীবন  যাত্রায় উঠে বসেছি  নাম না জানা দূরপাল্লার ট্রেনে   ছুটে চলেছে ট্রেন ধীর গতিতে  গন্তব্য একটাই নামবো সেইখানে । অনিশ্চয়তার যাত্রায় মনোরঞ্জনে ভরপুর ঝুলিতে জমানো নানান স্বাদের অভিজ্ঞতা সাজানো গোছানো ঘর বাড়ি  লোকজন  চেনা পরিচিত যত দুদিনের আত্মীয়তা। বছরের পর বছর হেসে খেলে কেটে যায়  ছুটে চলে নিরন্তর জীবন গাড়ি গন্তব্যেস্থলে সুখের স্বপ্নে বিভোর হটাৎ থমকে যায় গাড়ি ঝুলিতে জমানো যা কিছু সব ছেড়ে যায় চলে। ✍️উমা মজুমদার  ৩১/১২/২৫/

ধোয়া তুলসী পাতা

ধোয়া তুলসী পাতা... কুৎসিত মানসিকতায় করে  অন্যের যত  সমালোচনা  তুলসী পাতায় ধুয়েও স্বভাব  কখনো যে বদলায় না। মানুষ হয়ে মানুষের সর্বনাশ  পিঠ পিছনে করে বদনাম  দোষ গুণ ছাড়া হয়না মানুষ  জীবনে আছে তার ও দাম। তবুও নিজের দোষ অন্যের  ঘাড়ে চাপিয়ে সাধু সাজে ভুল করেও হয়না মাথা নত  মানুষের দোষ শুধুই খুঁজে । অন্যের দোষ দেখতে পেয়ে  লোক ডেকে বিচার বসায় বিদ্রুপ পরিহাস কটুক্তির  মন্তব্যে পরকে নীচু দেখায়।

জীবন তখনই সুন্দর

সুখ দুঃখ হাসি কান্না বিভিন্নতার দৌলাচলে জীবন ঘুরে বেড়ায়  অপূর্ণতায় ভরা জীবন  দৈনন্দিন  বোঝাপড়ার মাঝে বহিয়া যায় মেনে নাও নয়তো মানিয়ে নাও    ঘরে বাইরে চলছে নিত্য প্রতিদিন  মনমালিন্য অভিযোগ অন্যায় অবিচার  সয়ে যাও নয়তো মুখ খোল কোনদিন আপনজনের কথা ভেবে  মানিয়ে নেওয়া  কখনও পরিস্থিতি মনকে বাধ্য করায়।  জীবন তখনই সুন্দর যখন জীবনকে  জীবনের মতো চালিয়ে নেওয়া যায়।

সমাজের চালচিত্র

দু বেলা দু মুঠোর জন্য মানুষকে কি পরিশ্রম করে যেতে হয়,,,,। একটা সুস্থ সবল মানুষ যদি এমনটা করে সেখানে কোন সমস্যা থাকতে পারেনা তবে সেটা করেও অনেকে করেনা,,, চোখের সামনে শরীরে অক্ষমতা থাকা সত্বেও পরিশ্রম করে  পেটের ভাত যোগার করে তবুও লজ্জা হয়না তাদের,,। ,হাত পাতলে যদি কিছু পাওয়া যায় তবে মিছেমিছি শরীরটাকে কেন কষ্ট দেবে,,,,। পথ চলতে কতই দেখা যায় বয়স্ক বৃদ্ধ মানুষ কিছু করে খাওয়ার শারীরিক ক্ষমতা হারিয়েছে  সে সব মানুষের সাথে যখন সুস্থ সবল মানুষ রা বসে ভিক্ষে চায় তখন সত্যিই অবাক লাগে ,,,,,। ভিক্ষে করে খাওয়ায় তাদের মনের প্রবনতা হয়ে দাঁড়িয়েছে।

অনিশ্চয়তার যাত্রা

জীবন  যাত্রায় উঠে বসেছি  নাম না জানা দূরপাল্লার ট্রেনে   ছুটে চলেছে ট্রেন ধীর গতিতে  গন্তব্য একটাই নামবো সেইখানে । অনিশ্চয়তার যাত্রায় মনোরঞ্জনে ভরপুর ঝুলিতে জমানো নানান স্বাদের অভিজ্ঞতা সাজানো গোছানো ঘর বাড়ি  লোকজন  চেনা পরিচিত যত দুদিনের আত্মীয়তা। বছরের পর বছর হেসে খেলে কেটে যায়  ছুটে চলে নিরন্তর জীবন গাড়ি গন্তব্যেস্থলে সুখের স্বপ্নে বিভোর হটাৎ থমকে যায় গাড়ি ঝুলিতে জমানো যা কিছু  সব যায় ছেড়ে চলে

পাহারাদার

 মাছকে পাহারা দেওয়া চাট্টিখানি  কথা নয় চোখের সামনে এতবড় মাছ লোভটা সামলায় চায়না বিড়ালের বদনাম হোক একমনে ভাবছে কোনটা সঠিক   দায়িত্ব যখন নিয়েছে কাঁধে সেটাতে মন দেয়।

নেশার মোহ

মদের নেশায় মাতাল হয়ে চলছে হেলেদুলে পথে পথে  চোখের নেশায় ঘায়েল কেও বা মুক্তি নেই জীবনের জুয়া খেলাতে। নেশার জালে জড়িয়ে পরে ঘর পরিবার শেষ করে পথে বসে। ভালো মন্দের বিচার টা বোঝে যখন সময় টা ফুরোয় শেষে । নেশা যদি করতেই হয়  করো তবে এমন নেশা অপকর্ম থেকে নিজেকে বাঁচাও   জীবনকে দেখাও সঠিক দিশা।

অভিমানী পেঁচা

আলপনা এঁকে বরণ করে  মা লক্ষ্মীকে  পেঁচার মান হলো দুয়ারে দাঁড়িয়ে থাকে  ওমা লক্ষ্মী একাই  তুমি যাও বাহন বলে ভালোবসেনা কেও রাগ করিসনা  আয় চলে তোর ছবিও দেবে এঁকে ।

পিকনিক

পিকনিকের কথা মনে পড়লে ছোটবেলার স্মৃতিতে যাই ভেসে দূরে গিয়ে কোথাও নয় পিকনিক  ছাদের উপর কত আনন্দ উল্লাসে । সারারাত ঘুম নেই কি করে হবে  পিকনিকের এতো সব আয়োজন সকাল হতেই ছুটাছুটি বাজার হাট পিকনিকের মেনু হতো অতি সাধারন। বিকেল হতেই হৈ হুল্লোর পিকনিকের  নাচগান টেপরেকর্ডারে গান চালিয়ে  কনকনে ঠান্ডায় পিকনিকের মজা   নতুন বছরের আনন্দ খুশি সাথে নিয়ে।

সম্পর্কে র ভীমরতি

এই নিষিদ্ধ ফল দিনে দিনে হয়ে উঠেছে সবার কাছে অতি প্রিয়,,,,আইনত অপরাধ না হলেও সমাজ কিন্তু পরকীয়াকে ভালো চোখে  দেখে না,,,, এদিক ওদিক থেকে  শুধুই পরকীয়ার কথা  বাজার গরম করে,,,কেও তো বেশ মুখরোচক খাবারের মতো হজম করে,,। আসলে প্রেম কোনও বাধা মানে না....মানে না কোনও বারণ,,, পরকীয়া তো দশ কদম  এগিয়ে আছে সেদিক দিয়ে,,,। পরকীয়ার বিষাক্ত ছোবলে শতশত সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে আজকাল,,, পরকীয়া এক আসক্তি ছাড়া আর কিছুই না ,,। একে অপরের সাথে যখনই জড়িয়ে  পরে তখন শত চেষ্টা করেও সেই পথ থেকে আর  ফিরে আসতে পারেনা,,। পরকীয়ার জন্য কত যে হত্যাকাণ্ডের ঘটনাও শোনা  যায় এখন,,। কেও কাওকে যখন এতটাই অপছন্দের হয়ে যায় যে পরকীয়ার  মতো সম্পর্কে জড়িয়ে পড়ে,,।  তার থেকে ভালো নয় কি?? স্বামী স্ত্রী উভয়ে আলোচনার মাধ্যমে নিজেদের পথ বেছে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করা,,, নিজেদের চরিত্রের  উপর পরকীয়ার ট্যাগ টা  নাইবা লাগালো।