মনের সাথে মনের কথা
হটাৎ করে আসা কিছ খুশি র মুহুর্ত জীবনে সবচেয়ে আনন্দময়,
জীবনের স্রোতে হারিয়ে যায় কত চেনা মুহূর্ত
বিষন্নতায় তাকে শুধু খুঁজে ফিরি ।
কখন ও কিছু না চাইতেই পাওয়াকে জীবনের
অনেক বড় পাওয়া বলে মনে হয় কখনো।
চাইলেই যে পাওয়া যায় সেটাতে অভ্যস্ত নয় জীবন
ছিঁটেফোঁটা খুশিতেও ভালো থাকা যায়।
কে কি ভাবে তাকে নিয়ে অযথা মনের উপর চাপ দেওয়া
সেটা নিয়ে ভাবতে বসলে অপ্রয়োজনীয় আবর্জনা
ছাড়া ভালো কিছু পাওয়া যায়না।
অনেক ভালো হয়েও জীবনে দেখবে লাভ খুব একটা হয়
বললে ভুল হবে মন্দটাই বেশী জোটে।
ভালো ব্যবহার করলেই যে সকলে প্রশংশার ডালা সাজিয়ে ধরে
তা কিন্তু হয়না ,আমরা সবসময় আশা নিয়ে থাকি।
আমার সবটুকু ভালো দিয়ে লালন করি রাতদিন প্রচেষ্টা,নিজের
কাছে ভালো থাকা, জীবনটা শিখিয়ে পড়িয়ে নেয়।
হিসেব নিকেশের গল্পকথা নাই বা লেখা হলো খালি থাক কিছু
মনের পাতা ।
✍️উমা মজুমদার
৩১/১/২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন